বিশ্বকাপ ফুটবল ২০১৮ঃ সর্ম্পকে পুরো জানুন।
১। ২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তরঃ- ফ্রান্স
২। ২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ রানার্স আপ হয় কোন দেশ?
উত্তরঃ- ক্রোয়েশিইয়া
৩। ২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ গোল্ডেন বুট কে পায়?
উত্তরঃ- হ্যারি কেইন ( ইংল্যান্ড )
৪। ২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ গোল্ডেন বল কে ল্যাব করেন ?
উত্তরঃ- লুকা মডরিচ (ক্রোয়েশিয়া )
৫। ২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ গোল্ডেন গ্লার্ভস কে লাভ করেন ?
উত্তরঃ- থিবাউ কুর্তোয়া ( বেলজিয়াম )
৬। ২১তম বিশ্বকাপ ফুটবল ২০১৮ মাসকটের নাম কী?
উত্তরঃ- জাবিভকা
৭। জাবিভকা শব্দের অর্থ কী?
উত্তরঃ- যে গোল করে
৮। জাবিভকা কোন দেশের শব্দ?
উত্তরঃ- রুশ
৯। জাবিভকার ডিজাইনার কে?
উত্তরঃ- একতারিনা বোচারোভা
১০। ২০১৮, ২১তম বিশ্বকাপ ফুটবল পোস্টারের শিল্পীর নাম কী?
উত্তরঃ- ইগর গুরোভিচ
১১। কোন বিশবকাপ ফুটবল থেকে ভিডিও এ্যাসিস্ট্যান্ট রেফারি VAR চালু করা হয়?
উত্তরঃ- ২০১৮ বিশ্বকাপ থেকে
১২। ২০১৮ বিশ্বকাপ ফুটবলে কে প্রথম গোল করেন?
উত্তরঃ- ইউরি গাজিনস্কি ( রাশিয়া- ১২ মিনিটে )
১২। ২০১৮ বিশ্বকাপ ফুটবলে কে প্রথম হ্যাট্রিক করেন?
উত্তরঃ- ক্রিস্টিয়ানো রোনালদো
১৩। ২০১৮ বিশ্বকাপ ফুটবলে কে প্রথম লাল কার্ড পান?
উত্তরঃ- কার্লস সানচেজ ( কলম্বিয়া - ৩ মিনিটে ) ।
1 comment
good post
Post a Comment