Cheer Up Amar Shopth Motivational Video- চিয়ার আপ আমার শপথ



Cheer Up Amar Shopth - চিয়ার আপ আমার শপথ. Subscribe my channel https://bit.ly/2JjHtOY একাত্তরে শপথ ছিল একটাই-“স্বাধীন করবো নিজের দেশ”। দেশ স্বাধীনের ৪৮ বছর পার হতে চলেছে। এ দীর্ঘ পথ পরিক্রমায় দেশ এগিয়েছে বহুদূর, বেড়েছে দায়বদ্ধতাও। সময় এবার নিজ নিজ মূল্যবোধের জায়গা থেকে শপথ নেওয়ার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করে যাবার। তাই, স্বাধীনতার মাসে, আগামীর সোনার বাংলা গড়বার লক্ষ্যে চলুন শপথ নিই নিজ নিজ মূল্যবোধের জায়গা থেকে “চিয়ার আপ আমার শপথ” ক্যাম্পেইনের সাথে। আপনার শপথ কি হবে জানাতে নিচের অপশনে ক্লিক করুন - https://www.cheerupbd.com/shopoth ✅আমার শপথ-এ বলতে চাই ইভটিজিং-এ শরম পাই । ইভটিজিং একটি বড় ধরনের সামাজিক অপরাধ। এটি একটি মনস্তাত্ত্বিক ব্যাধিও। তাই সমাজের এগিয়ে যাওয়ায় ইভটিজিং থেকে বিরত থাকবো। ✅চোরে চোরে মাসতুতো ভাই দুর্নীতিতে দিব না সায় । যে দুর্নীতি করে এবং দুর্নীতিতে সায় দেয়, উভয়েই সমাজ ও জাতির শত্রু। তাই দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় নেই। ✅ঘুষ নেবো না ঘুষ দেবো না! যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয়, তারা উভয়েই আইনের চোখে সমান অপরাধী। তাই দেশের স্বার্থে ঘুষ নেয়া ও দেয়া থেকে বিরত থাকবো। ✅আজ থেকে আমার শপথ নিয়ম মেনে চলব পথ আমাদের একটু দ্বায়বদ্ধ আচরণ বদলে দিতে পারে অনেক কিছু। তাই রাস্তায় চলাচলে অবশ্যই নিয়ম মেনে দূর্ঘটনা রোধ করতে সহায়তা করবো। ✅একশবার ময়লা ফেলব কিন্তু ডাস্টবিনে! মানুষের মাথার উপর নয়, চায়ের দোকান কিংবা রাস্তায়ও নয়, ময়লা ফেলব যথাস্থানে, যেখানে ডাস্টবিন সেখানে! ✅দেয়ালে নয়, টয়লেটে প্রস্রাব করব রাস্তায় যদি আসে চাপ, দেয়ালে দুর্গন্ধ না ছড়িয়ে খুঁজব পাবলিক টয়লেট। ✅আমার শপথ কয়, দুঃখ ভুলতে মাদক নয় জীবনে দুঃখ আসবেই। কিন্তু দেশের স্বার্থেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। দুঃখ ভুলতে মাদকে নয়, ভালো কোন কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। ✅সৎ পথে চলতে জীবনভর ফাঁকি ছাড়াই দিব কর সবাই ঠিকমত কর দিলে দেশ এগিয়ে যাবে। তাই কোন ফাঁকি ছাড়াই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর পরিশোধ করবো। ✅ব্যবসায় আনবো নতুন হাল খাদ্যে দিব না ভেজাল ব্যবসায় অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে কখনো খাদ্যের সাথে ভেজাল মেশাবো না। দেশের মানুষের সাথে প্রতারণা করবো না। Follow us on: Website: https://onlinemakerterbd.blogspot.com/ Subscribe my channel:https://bit.ly/2JjHtOY

No comments

Powered by Blogger.