রিফাত হত্যার নতুন সিসিটিভি ফুটেজ ফাঁস II মিন্নিই পরিকল্পনাকারী!
রিফাত হত্যার নতুন সিসিটিভি ফুটেজ ফাঁসঃ মিন্নি শরিফই মূল পরিকল্পনাকারী! ভিডিওটি দেখলেই বোঝা যায় যে, মিন্নিই আসল খুনি। মিন্নি পরিকল্পিতভাবে ননয় বন্ড ও রিফাত ফরায়েজীদের মাধ্যামে রিফাতকে খুন করায়। ভিডিওটিতে দেখা যায়, রিফাত মিন্নিকে মোটর বাইকে নিয়ে কলেজ এলাকা ছেড়ে যেতে চাচ্ছিল। কিন্তু মিন্নি বাইকে না উঠে উল্টো কলেজের গেইটে প্রবেশ করে। মিন্নিকে অনুরোধ করেও রিফাত রাখতে পারে নাই। পরে রিফাতও মিন্নির সাথে কলেজে প্রবেশ করে এর কয়েক সেকেন্ডের মাথায় নয়ন বন্ড ও রিফাত ফরায়েজিরা এসে রিফাতকে গেইট থেকে বের করে টেনে হিচ্রে নিয়ে যায়। আর মিন্নিও তাদের পিছনে পিছনে যায়। কিন্তু মিন্নি কাউকে কোন বাঁধা দেয় নাই। বাকিটা ভিডিতেই দেখুন।
No comments
Post a Comment