নিয়মিত আঙুরের জুস খেলে যে ৫টি হয় Benefits of Regular Grape Juice
In this video, I'm showing you there are 5 that play regular grape juice and the benefits of regular grape juice. Please subscribe https://bit.ly/2JjHtOY
আঙুর খেতে ভালোবাসেন? তাহলে আঙুরের জুস খেতেও পছন্দ করবেন আপনি। এক গ্লাস ফলের রস আস্ত ফল খাওয়ার মত ফাইবার হয়তো আপনাকে দিতে পারবেনা কিন্তু এতে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে যা শরীরের জন্য অনেক উপকারী। চলুন তাহলে জেনে নেয়া যাক আঙুরের জুসের স্বাস্থ্য উপকারিতাগুলো। ১. হৃদপিন্ডকে সুরক্ষা দেয় সার্কুলেশন নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে, লাল আঙুরে ফ্লেভনয়েড থাকে যা করোনারি হার্ট ডিজিজের রোগীদের কার্ডিওভাস্কুলার ঝুঁকি কমায়। এক গ্লাস লাল আঙুরের জুস LDL কোলেস্টেরলের জারণকে বাঁধা দেয় এবং হার্টকে সুস্থ রাখে। ২. ওজন কমতে সাহায্য করে আঙুরের রস পানে সরাসরি ওজন কমতে সাহায্য করেনা কিন্তু পোস্ট ওয়ার্ক আউট ড্রিংক হিসেবে এটি চমৎকার। একটি গবেষণায় জানা যায় যে, একটানা ১২ সপ্তাহ ধরে প্রতিদিন আঙুরের জুস পান করলে ওজন বৃদ্ধি পায়না। কিন্ত আঙুরের সুগন্ধ যুক্ত কৃত্রিম পানীয় পান করেন যারা তাদের ওজন ঠিকই বৃদ্ধি পায়। ৩. হার্টের ব্লকেজ প্রতিরোধ করে নিউট্রিশন নামক জার্নালের এক গবেষণা প্রতিবেদনে বলা হয় যে, প্লাটিলেটের সক্রিয়তা কমানোর মাধ্যমে আঙুরের জুস হার্টের ব্লকেজ প্রতিরোধে সাহায্য করে। গবেষণায় দেখানো হয় যে, এক গ্লাস লাল আঙুরের জুস ধমনীতে প্লাটিলেটের সংখ্যা কমায়। ৪. মেটাবোলিজমের উন্নতি ঘটায় মোলেকিউলার নিউট্রিশন এন্ড ফুড রিসার্চ নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানানো হয় যে, লাল আঙুরের জুস পান করেন এমন মানুষদের প্রস্রাবের নমুনায় এসিডের পরিমাণ কম পাওয়া যায়, যারা অন্য ফলের জুস পান করেন তাদের তুলনায়। এক গ্লাস আঙুরের জুস মেটাবলিজমের উন্নতি ঘটায়। ৫. রক্তচাপ নিয়ন্ত্রণ করে আঙুরের রসে যে ফ্লেভনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা হৃদপিণ্ডের পেশীকে রিলেক্স হতে সাহায্য করে, রক্ত প্রবাহের উন্নতি ঘটায় এবং রক্তচাপের হ্রাসবৃদ্ধি নিয়ন্ত্রণ করে। Thanks for watching this video and help us by subscribing:https://bit.ly/2JjHtOY on our channel. And stay with us. Thanks to everyone in the Gong Motivation. Follow us on: Facebook Website
No comments
Post a Comment