খালেদা জিয়ার মুক্তি না হলে আত্মহত্যা করবে কুমিল্লার জহিরুল


In this video, Zahirul will commit suicide if Khaleda Zia is not released. খালেদা জিয়ার মুক্তি না হলে আত্মহত্যা করবে কুমিল্লার জহিরুল Subscribe my channel- https://bit.ly/2JjHtOY Storytime Videos is a different video collection store. Here we Upload in different types of videos like Educational Video, Motivational video, Inspirational video, and other videos. We work only to teach, entertain people. Help us by subscribing:https://bit.ly/2JjHtOY on our channel. And stay with us. Thanks to everyone in the Storytime Videos. হাতে প্ল্যাকার্ড আর শরীরে কা’ফনের কাপড় জড়িয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ঘুরছিলেন এক ব্যক্তি। তার নাম জহিরুল ইসলাম। তিনি আপন হিজড়া নামে পরিচিত। তিনি এসেছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পথে নেমেছেন তিনি। বলছেন, জিয়া পরিবারের জন্য ফাঁ’সির মঞ্চে যেতেও রাজি তিনি। তার হাতে দুটি প্ল্যাকার্ড। একটিতে লেখা- খালেদা জিয়ার মু’ক্তি চাই। আরকেটিতে লেখা- দেশনেত্রীর মুক্তি চাই। চলার পথে রাজনৈতিক স্লোগানও দিচ্ছিলেন তিনি। বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিনি রাজপথে নেমেছেন। খালেদা জিয়ার মু’ক্তি না হলে তিনি আত্মহ’ত্যা করবেন। তিনি বলেন, আমি ফাঁ’সির মঞ্চে দাঁড়িয়ে বলতে পারি জিয়াউর রহমান আমি তোমায় ভালোবাসি। আমি মৃ’ত্যুর মুখে দাঁড়িয়ে বলতে পারি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। আগামী প্রজন্ম তোমার অপেক্ষায় আছে। এখন এই ডিসেম্বর মাসে আমাদের একটাই দাবি খালেদা জিয়ার মু’ক্তি। তার এসব কর্মকাণ্ডে হাসাহাসি করেতে দেখা গেছে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া পুলিশের কর্মকর্তাদের। Thanks for watching this video and help us by subscribing:https://bit.ly/2JjHtOY on our channel. And stay with us. Thanks to everyone in the Storytime Videos.

Follow us on:
Facebook Website

No comments

Powered by Blogger.