উট সাপ খায় কেন l Why Camels Eat Snakes l উট কখন জীবন্ত সাপ খায়
উট সাপ খায় কেন Why Camels Eat Snakes উট কখন জীবন্ত সাপ খায়. In this video, show you do you know why camels are eaten by living snakes? Subscribe https://bit.ly/2JjHtOY This camel was having a disease called الهين (Al-Heen) which makes the camel always thirsty thus demanding a very large amount of water. This disease is cured by forcing the camel to swallow a snake. The poison from the snake will cure the camel. 👉উটকে কখন জীবন্ত সাপ খাওয়ানো হয়,আপনে যানেন কি..?👈 💎➖পবিত্র আল কোরাআনের সুন্দর একটি রহস্য- 🔵➖বিষয় উট সাপ খায় কেন..? 🔮➖এ বিষয়ে কুরআন ও বিজ্ঞানের আলোকে অত্যন্ত চমৎকার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভাল লাগবে- 🔮➖পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় প্রাণী জগতের বর্ণনা এসেছে। শুধু তাই নয় পবিত্র কোরআনে কয়েকটি সুরার নামও রাখা হয়েছে পশু পাখির নামে। 💠➖যেমন সুরা বাক্কারা অর্থাৎ গাভি গরু, 💠➖সুরা আনআম অর্থাৎ চতুষ্পদ জন্তু, 💠➖সুরা নহল অর্থাৎ মধুমক্ষি বা মৌমাছি, 💠➖সুরা নমল অর্থাৎ পিপড়া, 💠➖সুরা আনকাবুত অর্থাৎ মাকড়সা, 💠➖সুরা ফিল অর্থাৎ হাতি। 🔮➖এদের নামে পবিত্র কুরআনে আলাদা সুরা-ই রয়েছে। তেমনি ভাবে সুরা ইউসুফে উটের আলোচনা আছে। 🔮➖উট এমন এক প্রাণী যেটির বৈশিষ্ট অন্যান্য প্রাণী থেকে একটু ভিন্ন ও উদ্ভুত। পবিত্র কোরানে উটের একটি রোগের আলোচনা আছে, যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। 🔮➖মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সুর্যের দিকে তাকিয়ে থাকে। বিশেষজ্ঞগন উটের এ রোগের ব্যপারে গবেষনা করে কোন উৎস বা কারন ব্যাখ্যা করতে পারেননি। 🔮➖আর এ রোগের নাম হলো #হায়াম 🔮➖অনেকে আবার এ বিষয়ে না জেনেই উটের উপর নানা ধরনের জুলুম করা শুরু করে দেয়। কিন্তু আল্লাহ তা’আলা উটের হায়াম নামক এ রোগের শেফা রেখেছে পবিত্র কুরআনে….! এর মহাঔষধ হচ্ছে একটি জীবিত সাপ খাইয়ে দেওয়া….! 🔮➖অনেক সময় সে নিজে নিজেও তা খেয়ে থাকে। উটটি যখন সাপটিকে গিলে ফেলে এ অবস্থায় প্রচন্ড তৃষ্ণা বাড়তে থাকে এবং ৮ ঘন্টা এ অবস্থায় থাকে। আর তখন উটের চোখ থেকে অঝোর ধারায় পানি প্রবাহিত হতে থাকে। 🔮➖উটের চোখ থেকে যে পানি বের হতে থাকে তা খুবই মূল্যবান পানি। কেননা এ পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা। 🔮➖এ চোখের পানিকে তিরয়াক বলা হয়। Thanks for watching this video and help us by subscribing:https://bit.ly/2JjHtOY on our channel. And stay with us. Thanks to everyone in the Gong Motivation.
Follow us on: Facebook Website
No comments
Post a Comment